ময়মনসিংহ মেডিক্যালে ২৪ ঘণ্টায় মৃত্যু বেড়েছে

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আট জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় এক ও উপসর্গ নিয়ে সাত জন মারা গেছেন। শুক্রবার (৮ অক্টোবর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান এ তথ্য জানান।

মৃতদের মধ্যে ময়মনসিংহের চার, গাজীপুরের দুই, নেত্রকোনার এক ও জামালপুরের একজন। গতকাল বৃহস্পতিবার চার জনের মৃত্যুর খবর পাওয়া যায়। চলতি মাসে ময়মনসিংহ মেডিক্যালের করোনা ইউনিটে মোট মারা গেছেন ৩৪ জন।

ডা. মহিউদ্দিন খান জানান, করোনা ইউনিটে নতুন করে ১৫ জন ভর্তি হয়েছেন। মোট ভর্তি আছেন ৯২ জন। তাদের মধ্যে আইসিউতে সাত জন। সুস্থ হয়ে ২০ জন হাসপাতাল ছেড়ে গেছেন।

জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ২২৬টি নমুনা পরীক্ষায় নয় জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩ দশমিক ৯৮ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট ২২ হাজার ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ২১ হাজার ২০৩ জন।