ময়মনসিংহ মেডিক্যাল কলেজে আরও ২ দিন ক্লাস-পরীক্ষা বর্জন

ময়মনসিংহ মেডিক্যাল কলেজের সার্জারি বিভাগের প্রধান ডা. আবুল কালাম আজাদের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে চলমান আন্দোলনের অংশ হিসেবে ক্লাস-পরীক্ষা বর্জনের সময়সীমা আরও দুই দিন বাড়ানো হয়েছে। মঙ্গলবার (১ মার্চ) দুপুরে আন্দোলনরত শিক্ষক, চিকিৎসক ও চিকিৎসকরা বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেন।

বিষয়টি নিশ্চিত করে আন্দোলনরত শিক্ষক নেতা সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মনির হোসেন ভূঁইয়া জানান, আগামী বৃহস্পতিবার (৩ মার্চ) পর্যন্ত ঘটনা তদন্তের সময়সীমা রয়েছে। তদন্ত প্রতিবেদন যথাসময়ে জমা দেওয়ার লক্ষ্যে বৈঠকে আরও দুই দিন ক্লাস ও পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে হাসপাতালে চিকিৎসা কার্যক্রম চলবে।

মেডিক্যাল কলেজটির অধ্যক্ষ ডা. চিত্তরঞ্জন দেবনাথ বলেন, ‘ঘটনা তদন্তে তদন্ত কমিটি তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। প্রতিবেদন জমা পাওয়ার পর তাদের সুপারিশ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে, ২৭ ফেব্রুয়ারি আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে দুই দিনের ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেন। মঙ্গলবার ছিল এর শেষ দিন।

উল্লেখ্য, সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের বিরুদ্ধে এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ এনে ওই অধ্যাপকের অপসারণ দাবিতে গত ২৩ ফেব্রুয়ারি কলেজ ক্যাম্পাসে ছাত্রদের একটি গ্রুপ মানববন্ধন করে। এরপর থেকে কলেজের সর্বস্তরের শিক্ষক, চিকিৎসক ও শিক্ষার্থীরা আন্দোলনে নামেন।