১২ দিন পর সচল মমেক হাসপাতালের সিটি স্ক্যান মেশিন

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের (মমেক) রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের সিটি স্ক্যান মেশিন ১২ দিন পর সচল হয়েছে। জাপান থেকে প্রয়োজনীয় উপকরণ এনে সোমবার (৭ মার্চ) মেশিনটি চালু করা হয়।

রেডিওলজি বিভাগের মেডিক্যাল টেকনোলজিস্ট ইনচার্জ গণেশ বাড়ৈ জানান, গত ২৩ ফেব্রুয়ারি সিটি স্ক্যান মেশিনের টেবিলের পাওয়ার সাপ্লাই নষ্ট হয়। এরপর থেকে মেশিনটি অকেজো হয়ে পরীক্ষা বন্ধ ছিল। হাসপাতালের পরিচালকের উদ্যোগে দ্রুত পার্টস ঠিকাদারি প্রতিষ্ঠান মেডিটেল লিমিটেড বাংলাদেশ জাপান থেকে সেটা এনে মেশিনটি সচল করে। বর্তমানে রোগীদের সিটি স্ক্যান করা হচ্ছে।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল গোলাম কিবরিয়া বাংলা ট্রিবিউনকে জানান, রোগীদের ভোগান্তি কমাতে নষ্ট সিটি স্ক্যান মেশিন দ্রুত সচল করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে চাপ দেওয়া হয়। এরপরেই জাপান থেকে পার্টস এনে মেশিন সচল করা হয়েছে। হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের সেবা দিতে চিকিৎসক কর্মকর্তা-কর্মচারীরা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।