পুলিশ নিয়েও সংযোগ বিচ্ছিন্ন করতে পারলেন না তিতাস কর্মকর্তারা

ময়মনসিংহ মহানগরীর কৃষ্টপুর ৪২ নম্বর বাসায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে বাসার মালিক, স্থানীয় কাউন্সিলর ও এলাকাবাসীর বাধার মুখে ফিরে গেছেন তিতাস গ্যাস ট্রান্সমিশন কার্যালয়ের কর্মকর্তারা। বৃহস্পতিবার (১৯ মে) বিকালে কোতোয়ালি মডেল থানার পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে এসে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়েছিলেন তারা।

ময়মনসিংহ তিতাস গ্যাস ট্রান্সমিশন কার্যালয়ের সহকারী ম্যানেজার ফয়সাল আহমেদ বলেন, কৃষ্টপুর ৪২ নম্বর হোল্ডিংয়ের বাসার মালিক মামুন মিয়ার বাসায় অনুমোদিত অতিরিক্ত গ্যাস সংযোগ রয়েছে। তার বাসা থেকে পাশের বাসার সেলিম মিয়া ও রফিক মিয়র পরিবারের লোকজন অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়েছেন। মামুন বাধা না দিলেও সেলিম ও রফিকের পরিবারের লোকজন এবং স্থানীয় কাউন্সিলর হাবিবুর রহমান হাবিবের সহায়তায় এলাকাবাসী অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে বাধা দেন। 

বাধার মুখে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা সম্ভব হয়নি বলে জানান তিনি। এ বিষয়ে গ্যাস সংযোগ মালিক এবং যারা বাধা দিয়েছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান তিতাস কর্মকর্তা ফয়সাল আহমেদ। 

এদিকে বাসার মালিক মামুন মিয়া বলেন, ‘আমার বাসার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে বাধা দেইনি। কিন্তু যারা গ্যাস সংযোগ অবৈধভাবে নিয়েছেন সেই সেলিম ও রফিকের পরিবার বাধা দেওয়ায় তিতাস গ্যাসের কর্মকর্তারা অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে পারেননি। পুলিশ এনেও বাধার মুখে ফিরে গেছেন তারা।’