জামালপুরে যমুনার পানি বিপৎসীমার ওপরে 

টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জামালপুরে যমুনার পানি হু হু করে বাড়ছে। শুক্রবার (১৭ জুন) সন্ধ্যা ৭টা নাগাদ বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে ২৪ ঘণ্টায় ৮৩ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। এতে বন্যা  পরিস্থিতির চরম অবনতি দেখা দিয়েছে।
 
পানি উন্নয়ন বোর্ডের পানি মাপক গেজ পাঠক আব্দুল মান্নান বলেন, যমুনায় বন্যার পানি হু হু করে বাড়ছে। যমুনার সঙ্গে পুরাতন ব্রহ্মপুত্র নদের পানিও বাড়ছে। এতে করে নতুন এলাকা প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতি ক্রমশই অবনতির দিকে যাচ্ছে।

এ বিষয়ে ইসলামপুরের বেলগাছা ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক এবং চিনাডুলী ইউপির চেয়ারম্যান আব্দুল মালেক জানান, তাদের ইউনিয়নের অধিকাংশ গ্রাম ও অসংখ্য বাড়ি-ঘর ও সড়ক পানিতে তলিয়ে গেছে। জমির শাক-সবজি, পাট, আখ ও বীজতলা পানিতে তলিয়ে গেছে। পানিবৃদ্ধি অব্যাহত থাকলে ভয়াবহ পরিস্থিতি হতে পারে বলে জানান এ দুই জনপ্রতিনিধি।