শ্রমিক লীগ নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগে আটক ১

নেত্রকোনা সদর উপজেলায় আয়াতুল (৩৮) নামে এক শ্রমিক লীগ নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।  এ ঘটনায় প্রধান অভিযুক্ত রিপন ফকিরকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ জুলািই) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার রৌহা ইউনিয়নের কুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে আয়াতুল। তিনি সদর উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিজ এলাকায় একটি মনোহারি দোকান চালাতেন আয়াতুল। মঙ্গলবার রাত ৯টার দিকে দোকানে আসেন একই গ্রামের রিপন ফকিরের ছেলে (১৪) সদাই নিতে আসে। ৩০ টাকার সদাই নিয়ে ১০০ টাকার নোট দেন। বাকি ৭০ টাকা ফেরত চায় ওই কিশোর। কিন্তু আয়াতুল বলে, ‘তুই তো টাকা দিস নি। টাকা না দিয়ে ফেরত চাস কেন। এ নিয়ে দুই জনের বাগবিতণ্ডা হয়। এরপর ওই কিশোর বাড়ি ফিরে যায়।  

রাত সাড়ে ৯টার দিকে বাবা রিপন ফকিরকে আবার নিয়ে দোকানে আসে ওই কিশোর। এক পর্যায়ে আয়াতুলকে দোকান থেকে নামিয়ে কিল-ঘুষি মারতে থাকে। একপর্যায়ে চেয়ার দিয়ে আঘাত করে। এতে গুরুতর আহত হন আয়াতুল। এলাকাবাসী তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার সাকের আহমেদ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে রয়েছে। অভিযুক্ত রিপন ফকিরকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।