পূজা চেরী গাইলেন ‘আমি সাইকো’, গলা মেলালেন দর্শকরা

ঈদুল আজহায় মুক্তি পাওয়া সিনেমা ‘সাইকো’ দেখতে দর্শকদের ভালোই সাড়া মিলেছে। এমন সাড়া পেয়ে শুক্রবার (২২ জুলাই) সন্ধ্যায় ময়মনসিংহের ছায়াবানী সিনেমা হলে যান সিনেমার নায়ক রোশান, নায়িকা পূজা চেরী ও নির্মাতাসহ অন্যান্যরা।

আগেই ফেসবুকে জানান দিয়ে এসেছিলেন রোশান-পূজারা। তাই এ দিন উপচে পড়া ভিড় দেখা যায় ছায়াবানী সিনেমা হলে। ভ্যাপসা গরম উপেক্ষা করে উচ্ছ্বসিত দর্শকের সঙ্গে বসেই সিনেমাটি উপভোগ করেন তারকারা।

সিনেমার প্রচারণায় এসে দর্শকের সঙ্গে শুধু কথাই বলেননি, তাদেরকে গান গেয়েও মাত করেন তারকারা। গান গাওয়ার অনুরোধটা ছিল নির্মাতা অনন্য মামুনের। এরপর পূজা গলা ছেড়ে গাইলেন সিনেমার টাইটেল সং ‘আমি সাইকো’। তার সঙ্গে হলভর্তি দর্শকও গলা মিলিয়েছেন।

পূজার পর রোশান গাইলেন সিনেমার রোমান্টিক গান, ‘আহারে, তোর জন্য কত মায়ারে’। এভাবেই প্রায় আধা ঘণ্টা দর্শকদের সঙ্গে আনন্দ উচ্ছ্বাসে মাতেন তারা। এরপর দোতলায় বসে দর্শকদের সঙ্গে পুরো সিনেমাই দেখেন পূজা-রোশান।

এক ফাঁকে গণমাধ্যমের মুখোমুখি হন ‘সাইকো’র অভিনেতা-অভিনেত্রী ও পরিচালক। দর্শক সিনেমাটি পছন্দ ও প্রশংসা করছেন জানিয়ে নায়িকা পূজা চেরি বলেন, ‘দর্শকের সাড়া পেয়েই এতো এতো জায়গায় ছুটছি। যদি সাড়া না-ই পেতাম, তাহলে তো ঘরের এক কোণে বসে ফেসবুক দেখতাম, না হয় অন্য সিনেমা দেখতাম। এই ভ্যাপসা গরমে হলে হলে দৌড়াতাম না।’

দর্শকের ভালোবাসায় আপ্লুত পূজা আরও যোগ করেন, ‘আমি যে কয়টা হলে গিয়েছি, সবগুলোতেই ভালো রেসপন্স (সাড়া) পেয়েছি। যত দিন যাচ্ছে সেই রেসপন্স আরও ভালো হচ্ছে। এসব প্রতিক্রিয়া সত্যিই মনে রাখার মতো।’

রোশানের মন্তব্য, ‘ঈদে মানুষ চায় ভিন্নরকম সিনেমা। যেটাতে অ্যাকশন, রোমান্স, এক্সপ্রেশন থাকবে। সুন্দর সুন্দর গান, সুন্দর লোকেশনে আইটেম সং। সবকিছু মিলিয়ে সাইকো একটি কমপ্লিট প্যাকেজ। সিনেমা হলে এসে মানুষের রেসপন্স দেখে ভীষণ ভালো লাগছে। কঠোর পরিশ্রমের পর মানুষ আসলে এমন দিনটাই আশা করে।’

নির্মাতা অনন্য মামুনের কাছে প্রশ্ন ছিল, সিনেমাটির লগ্নি কতটুকু উঠে এসেছে? জবাবে তিনি বললেন, ‘এখনকার সময়ে শুধু হলের ব্যবসা দিয়ে লগ্নি ফেরত সম্ভব নয়। ডিজিটাল প্লাটফর্মের বেশ কিছু উপায়ে আমরা আমাদের লগ্নি ফেরতের হিসাব করি।’

তিনি আরও বলেন, ‘সিনেমা কখনও বাজেটের ওপর নির্ভর করে না। বাজেট দিয়ে কখনও সিনেমা হয় না। গল্প দিয়ে সিনেমা হয়। এই বিষয়টি আমাদের মানতে হবে।’