সরিষাবাড়ী উপজেলা ছাত্রলীগের সভাপতি-সম্পাদককে বহিষ্কার

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন হোসাইন শিবলু ও সাধারণ সম্পাদক আল মামুনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। রবিবার রাতে জেলা ছাত্রলীগের সভাপতি খাবীরুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বির দেওয়া প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়- জেলা ছাত্রলীগের সিদ্ধান্ত অনুযায়ী সরিষাবাড়ী উপজেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন হোসাইন শিবলু ও সাধারণ সম্পাদক আল মামুনকে দলীয় আদেশ অমান্য করায় বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে কেন তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না—তা আগামী তিন কার্য দিবসের মধ্যে জানানোর নির্দেশ দেওয়া হয়। 

উল্লেখ্য, এর আগে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা ছাত্রলীগের চলতি কমিটির কার্যক্রম স্থগিতসহ সভাপতি আল আমিন হোসাইন শিবলুকে সাময়িক বহিষ্কার করা হয়েছিল। এরপর বহিষ্কার ও স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে একটি পক্ষের হয়ে আল আমিন হোসাইন শিবলু উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশাকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করে বিতর্কের সৃষ্টি করেন।

এ বিষয়ে আল আমিন হোসাইন শিবলু সাংবাদিকদের বলেন, রবিবার জেলা ছাত্রলীগের শোক মিছিলে হাজির না হওয়ায় এ আদেশ দেওয়া হয়েছে। সাংগঠনিক নিয়মানুযায়ী চিঠির জবাব দেওয়া হবে বলেও জানান তিনি।