সার না পেয়ে সড়ক অবরোধ করে কৃষকদের বিক্ষোভ

জামালপুর সদর উপজেলার নান্দিনায় সার না পেয়ে সড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ কৃষকরা। সোমবার (৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নান্দিনা বাজার এলাকায় অবস্থান নিয়ে জামালপুর-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

বিক্ষুব্ধ কৃষকরা জানান, সাত দিন থেকে ডিলারের কাছে এসে সার পাচ্ছেন না। কৃষি অফিসের কর্মকর্তারা না এলে সার দেয়া হবে না বলে টালবাহানা করছেন ডিলাররা। বাইরে থেকে বাড়তি টাকায় সার কিনতে হচ্ছে।

নান্দিনা বাজারের বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) ডিলার হলো মেসার্স শাহজাহান অ্যান্ড ব্রাদার্স। সেখানে সার কিনতে গিয়ে না পেয়ে বিক্ষুদ্ধ হয়ে ওঠেন। তাদের অভিযোগ, খোলা বাজারে সার পাচ্ছি না। ডিলাররা তাদের বন্ধু-বান্ধবদের মাধ্যমে রাতের আঁধারে সার দিচ্ছে।। প্রচণ্ড খরায় এমনিতেই আবাদ পিছিয়ে গেছে। সার না পেলে ফলন হবে না। কৃষকরা দ্রুত খোলা বাজারে সার দেওয়ার দাবি জানান।

মেসার্স শাহজাহান অ্যান্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী জানান, গতকাল সার এসেছে। সার দেওয়া শুরু হয়েছে। বিভিন্ন এলাকা থেকে কৃষকরা সারের সংবাদ পেয়ে গণ্ডগোল সৃষ্টি করেছে।

জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরাণ বলেন, ইতিমধ্যেই বিসিআইসির ডিলারদের প্রান্তিক কৃষকদের কাছে সার পৌঁছে দেওয়ার নির্দেশনা দিয়েছি।