ভিটামিন ওষুধ ভেবে কীটনাশক পানে বৃদ্ধার মৃত্যুর অভিযোগ

জামালপুরের ইসলামপুরে ভিটামিন ওষুধ ভেবে বিষপানে হাবিবা বেওয়া (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (১০ অক্টোবর) উপজেলার গাইবান্ধা ইউনিয়নের করইতলা গ্রামে এ ঘটনা ঘটে। হাবিবা বেওয়া ওই এলাকার মৃত জবেদ আলীর স্ত্রী।

স্বজনরা জানান, রবিবার (৯ অক্টোবর) রাতে বৃদ্ধা হাবিবা বেওয়ার বড় ছেলে মোফাজ্জল হোসেন বেগুন গাছের পোকা দমনের জন্য কীটনাশক এনে টেবিলের ওপরে রাখেন। সোমবার (১০ অক্টোবর) সকালে হাবিবা বেওয়া সেগুলো ভিটামিন ওষুধ মনে করে পান করে অসুস্থ হয়ে পড়েন। পরে দুপুরে পরিবারের লোকজন তাকে পাশের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই বৃদ্ধাকে মৃত ঘোষণা করেন।

ইসলামপুর থানার এসআই মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ বিষয়ে পরিবারের কেউ থানায় অভিযোগ করেনি।