এখন চাল দেওয়ার জন্য মিসকিন পাওয়া যায় না: মতিয়া চৌধুরী

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেছেন, ‘গৃহস্থ বাড়িতে মিসকিনদের জন্য চাল রেখে দেওয়া হয়, কিন্তু কোনও মিসকিন আসে না। কারণ তার ঘরেও ভাত আছে। এখন দেশে ভাতের অভাব নেই।’

শনিবার (১২ নভেম্বর) বিকালে সিংহজানী হাইস্কুল মাঠে জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মতিয়া চৌধুরী বলেন, ‘দেশে যখন করোনা শুরু হলো তখন কত ভবিষ্যৎবাণী হয়েছে—এই বুঝি সরকার শেষ হয়ে গেলো। আমাদের কিছু রাজনৈতিক কবিরাজ আছে, এইসব রাজনৈতিক কবিরাজরা বলেছিলেন, এইবার বাংলাদেশ শেষ। কিন্তু তারা জেতেনি। আজকে অ্যান্টিবায়োটিকের যুগ, রাজনৈতিক অ্যান্টিবায়োটিক দিয়ে শেখ হাসিনা সেই কবিরাজদের ভবিষ্যৎবাণী ব্যর্থ করে দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘অতীতে সবাই ক্ষমতায় এসেছেন পেছন দরজা দিয়ে, একমাত্র আওয়ামী লীগ এসেছে জনগণের ভোটের মাধ্যমে। আওয়ামী লীগ যা বলে, তা করে। শেখ হাসিনা যা বলেন, জীবনের ঝুঁকি নিয়ে তাই করেন।’

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. এম এ মান্নান খানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতিক সম্পাদক বাবু অসীম কুমার উকিল এমপি প্রমুখ।