জামালপুরে দিনে বাড়ছে ৩০ ডায়াবেটিস রোগী  

জামালপুরে প্রতি বছর ডায়াবেটিস হাসপাতালে প্রায় ১০ হাজার রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়। আর প্রতিদিন কমপক্ষে ৩০ জন, সর্বোচ্চ ৪০ জন নতুন ডায়াবেটিস রোগী শনাক্ত করা হয়। হাসপাতালে বিভিন্ন পরীক্ষাসহ সব প্যাথলজি পরীক্ষার খরচ অন্য হাসপাতালে তুলনায় প্রায় ৫০ ভাগ কম। সোমবার (১৪ নভেম্বর) বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় এসব তথ্য জানান জামালপুর ডায়াবেটিক জেনারেল হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. মোশায়ের উল ইসলাম রতন।

‘আগামীতে নিজেকে সুরক্ষায় ডায়াবেটিসকে জানুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষে র‍্যালি, মতবিনিময় সভা ও বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষার আয়োজন করে জামালপুর ডায়াবেটিক সমিতি।
 
সকালে দিবস উপলক্ষে র‍্যালি শেষে জামালপুর ডায়াবেটিক জেনারেল হাসপাতালের সভাকক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ তারিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. মো. মোশায়ের উল ইসলাম রতন, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম, সাংবাদিক এম এ জলিল, এম সুলতান আলম, মোস্তফা মনজু, তানভীর আহমেদ হীরাসহ অন্যান্যরা।
 
এ সময় বক্তারা বলেন, প্রতি বছরই ডায়াবেটিস রোগীর সংখ্যা ভয়াবহ আকারে বাড়ছে। ডায়াবেটিস প্রতিরোধে কায়িক পরিশ্রমের পাশাপাশি খাদ্যাভ্যাস পরিবর্তনসহ সুশৃঙ্খল জীবন যাপন করতে হবে। মতবিনিময় সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক ছাড়াও চিকিৎসক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া দিনব্যাপী বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষার আয়োজন করে জামালপুর ডায়াবেটিক সমিতি।