‘বাংলাদেশের তিন স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি আরও বাড়াতে চায় ভুটান’

বাংলাদেশ ও ভুটানের মধ্যকার ব্যবসায়িক দ্বিপাক্ষিক চুক্তিগুলো দ্রুত বাস্তবায়ন করা হবে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনসিল। তিনি বলেছেন, ‌‘ইতোমধ্যে বাংলাদেশ ও ভুটানের মধ্যকার দ্বিপাক্ষিক ব্যবসায়ী বিষয়ে বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বর্তমানে ভুটান থেকে ১৮টি পণ্য আমদানি করার অনুমতি রয়েছে। পাশাপাশি বাংলাদেশ থেকে ১০টি পণ্য ভুটানে যাচ্ছে। আমরা আশা করছি, দুই দেশের আমদানি ও রফতানিকৃত সব পণ্য শুল্কমুক্ত সুবিধা পাবে।’

সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে শেরপুরের নালিতাবাড়ীর নাকুগাঁও স্থলবন্দর পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 

ভুটানের দ্বিতীয় বাণিজ্যিক পয়েন্ট বাংলাদেশ উল্লেখ করে রিনচেন কুয়েনসিল বলেন, ‘ভুটানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক অত্যন্ত ভালো। সৌহার্দ্যপূর্ণ এই সম্পর্ক আরও গতিশীল করতে বাংলাদেশের তিনটি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম আরও বাড়াতে চায় ভুটান। ভারতের ট্রানজিট ব্যবহারের অনুমতি পেলে কাজ শুরু হবে। বর্তমানে ইন্দো-বাংলাদেশ ও ইন্দো-ভুটান চুক্তি থাকলেও দ্রুত সময়ের মধ্যে একটি ত্রিদেশীয় চুক্তি হতে যাচ্ছে।’

এ সময় রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন ভুটান দূতাবাসের মিনিস্টার কাউন্সিলর (ট্রেড) কেনচো থিনলে, বাংলাদেশ কাস্টমসের কমিশনার ওয়াহিদা চৌধুরী, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খ্রিষ্টফার হিমেল রিছিল, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, আমদানি-রফতানিকারক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান মুকুল ও সাধারণ সম্পাদক অরুণ সরকার প্রমুখ।