বিএনপি নেতার বিরুদ্ধে যুবলীগ নেত্রীর জমি দখলের অভিযোগ

জামালপুরের মেলান্দহে যুবলীগ নেত্রী জেসমিন আলমের বসতভিটা ও জমি দখলের অভিযোগ উঠেছে পৌর বিএনপির আহ্বায়ক মনোয়ার হাওলাদারের বিরুদ্ধে। পরিবারটি বিভিন্ন মহলে অভিযোগ করে প্রতিকার পাচ্ছে না বলে জানিয়েছে। 

মেলান্দহ উপজেলা যুবলীগের মহিলা বিষয়ক সম্পাদক জেসমিন আলম অভিযোগ করে বলেন, ‘গত ১১ মার্চ পারিবারিক কাজে জামালপুর শহরে ছিলাম। খালিবাড়ি পেয়ে উপজেলার নয়ানগন এলাকায় পৌর বিএনপির আহ্বায়ক মনোয়ার হাওলাদারের নেতৃত্বে খায়রুল ইসলাম রাসেল ও সোহেলসহ একদল ভূমিদস্যু ৯ শতাংশ জমি দখল করে। তারা লাঠিসোঠাসহ দেশীয় অস্ত্র দেখিয়ে আমার বসতভিটায় টিনের ঘর তুলেছে। বাড়ির চারপাশে মনোয়ারের লোকজন মহড়া দিচ্ছে। বিভিন্ন মহলে অভিযোগ করেও প্রতিকার পাচ্ছি না। আমার পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছে।’

মেলান্দহ পৌর বিএনপির আহ্বায়ক মনোয়ার হওলাদার এ বিষয়ে বলেন, ‘জমি দখলের অভিযোগ সঠিক নয়। এসব অভিযোগ বানোয়াট। আমি এর সঙ্গে জড়িত নই’

মেলান্দহ থানার অফিসার ইনর্চাজ (ওসি) দেলায়ার হোসেন জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। ঘটনাস্থল থেকে পৌর বিএনপির সদস্য মজনু মিয়া নামে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।