রমজানে মহতী উদ্যোগ, চাল-ডাল-তেল-মাছ ও শাকসবজি ফ্রিতে পাওয়া যায়

রমজান উপলক্ষে দরিদ্রদের জন্য ফ্রি হাট চালু করেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের মুক্তির বন্ধন ফাউন্ডেশন। বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের উত্তর বনগাঁওয়ে এই হাটের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. মেহেদী হাসান। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজা জেসমিন, আঠারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবের আলম কবীর রুপক, নেত্রকোনা সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক আফজালুর রহমান ও ফাউন্ডেশনের কর্মকর্তা হাবিবুল্লাহ সুমন।

এই হাট থেকে নিম্নআয়ের মানুষকে চাল-ডাল, তেল, পেঁয়াজ, রসুন, মাছ ও শাকসবজিসহ ইফতার সামগ্রী বিনামূল্যে দেওয়া হচ্ছে। রমজানজুড়ে প্রতি বৃহস্পতিবার এই হাট বসবে জানিয়েছেন আয়োজকরা। 

আয়োজকরা বলছেন, রমজান ছাড়াও ঈদ ও পূজাসহ বিভিন্ন দুর্যোগে হতদরিদ্র এবং নিম্নআয়ের মানুষের জন্য এসব আয়োজন করা হয়। প্রথমদিনে ৬০০ জনকে এসব পণ্য সামগ্রী দেওয়া হয়েছে। একদল উদ্যমী তরুণের উদ্যোগে বিনামূল্যে বাজার সামগ্রী পেয়ে খুশি উপকারভোগীরা।

সরেজমিনে হাটে দেখা গেছে, হাটের স্টলগুলোতে স্তরে স্তরে সাজানো রয়েছে আলু, বেগুন, টমেটো, ডাঁটা, মিষ্টি কুমড়া ও বিভিন্ন শাক। এ ছাড়া তেল, লবণ, পেঁয়াজ, রসুন, কাঁচা মরিচ, খেজুর, মুড়ি ও মাছ রয়েছে। 

মুক্তির বন্ধন ফাউন্ডেশনের সমন্বয়কারী আজহারুল ইসলাম পলাশ বলেন, ‌‘আমরা দুই বছর ধরে এই হাটের আয়োজন করছি। এবার এসব পণ্য সামগ্রী বিনামূল্যে দরিদ্র মানুষের মাঝে বিতরণ করছি। তবে লোকলজ্জার ভয়ে যারা হাটে আসতে পারেন না; এমন মধ্যবিত্ত পরিবারের বাড়ি বাড়ি গিয়ে এসব পণ্যসামগ্রী পৌঁছে দিয়ে আসবেন আমাদের স্বেচ্ছাসেবকরা।’

সংগঠনের স্বেচ্ছাসেবক আশামনি সরকার ভাবনা বলেন, ‘২০১৮ সালে এই ফাউন্ডেশনের কার্যক্রম শুরু হয়েছিল। নিজেদের প্রচেষ্টা এবং কয়েকজন শুভাকাঙ্ক্ষীর অনুদানে চলছে এটি। তবে সমাজের বিত্তবানরা আমাদের পাশে থাকলে আরও বড় পরিসরে দরিদ্র মানুষের মুখে হাসি ফোটানো যেতো।’

চাল-ডাল, তেল, পেঁয়াজ, রসুন, মাছ ও শাকসবজিসহ ইফতার সামগ্রী বিনামূল্যে দেওয়া হচ্ছে

ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক শাহনাজ পারভীন নাবিলা বলেন, ‘দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির সময়ে নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানোর জন্যই আমাদের এই আয়োজন। রমজান মাসজুড়ে চারটি ফ্রি হাট বসবে। এর মধ্যে তিনটি শাকসবজি ও একটি ঈদের হাট। ঈদের হাটে নতুন জামাকাপড়, সেমাই চিনি ও শিশুদের জন্য খেলনা বিনামূল্যে বিতরণ করা হবে।’

ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজা জেসমিন বলেন, ‘পবিত্র রমজান মাসে এমন আয়োজন প্রশংসার দাবিদার। বেসরকারিভাবে মুক্তির বন্ধন ফাউন্ডেশন ফ্রি হাটের মাধ্যমে সমাজের স্বল্প আয়ের মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। এ ধরনের মহতী উদ্যোগে সবার সহযোগিতা কামনা করছি। উপজেলা প্রশাসন সবসময় তাদের পাশে থাকবে।’

রমজানের শুরুতে এ ধরনের সেবামূলক উদ্যোগ নেওয়ায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. মেহেদী হাসান। তিনি বলেন, ‘সমাজের বিত্তবানদের এ ধরনের কার্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানাই।’

এদিকে, বিনামূল্যে ব্যাগভর্তি নিত্যপ্রয়োজনীয় পণ্য পেয়ে খুশি উপকারভোগীরা। তারা এসব পণ্য সামগ্রী পেয়ে ফাউন্ডেশনের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞা জানান।