বিএনপি থেকে বহিষ্কার হোসেন রেজা

বিএনপি থেকে বহিষ্কার হলেন জামালপুর-২ ইসলামপুর আসনের তৃণমূল বিএনপির প্রার্থী অ্যাডভোকেট হোসেন রেজা বাবু। শুক্রবার (১ ডিসেম্বর) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দলীয় প্যাডে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে জামালপুর জেলা বিএনপির সদস্য ও ইসলামপুর উপজেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট হোসেন রেজা বাবুকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকালে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে তৃণমূল বিএনপির প্রার্থী হয়ে মনোনয়নপত্র জমা দেন অ্যাডভোকেট হোসেন রেজা বাবু।

বহিষ্কারের বিষয়ে জানতে চাইলে অ্যাডভোকেট হোসেন রেজা বাবু বলেন, 'বহিষ্কার বড় কথা নয়। আমি নিজেই বিএনপি থেকে পদত্যাগ করেছি। নির্বাচনে লড়ার লক্ষ্যে তৃণমূল বিএনপির প্রার্থী হয়েছি।'

স্থানীয় বিএনপি সূত্রে জানা যায়, জেলা বিএনপির সদস্য এবং গত ২৪ জুলাই জেলা বিএনপির অনুমোদিত উপজেলা বিএনপির কমিটির সহসভাপতি পদে দায়িত্ব পালন করে আসছিলেন অ্যাডভোকেট হোসেন রেজা বাবু। এর আগে তিনি উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক পদে ছিলেন।

ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব বলেন, 'তৃণমূল বিএনপির প্রার্থী হওয়ায় অ্যাডভোকেট হোসেন রেজা বাবুকে বিএনপির কেন্দ্রীয় দফতর থেকে বহিষ্কার করে প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তবে উপজেলা বিএনপির সহসভাপতি পদ থেকে তার পদত্যাগের বিষয়টি আমরা অবগত নই। নির্বাচনে অংশ নিয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় বিএনপি থেকে তাকে বহিষ্কার করা হয়।