ছুটির দিনে সড়কে প্রাণ গেলো ১২ জনের

শুক্রবার ‍ছুটির দিনে দেশের তিন জেলায় সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছেন। ময়মনসিংহে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে সাত জন নিহত হন। আর মৌলভীবাজারে রাজনগরে সিএনজি চালিত দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিন জনের মৃত্যু হয়। এই ঘটনায় আহত হন অন্তত আরও চার জন। জামালপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কে দুই অটোরিকশায় সংঘর্ষ হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুটি সিএনজির একটি রাজনগরের দাশটিলা থেকে তারাপাশা এলাকায় এবং অপরটি কলেজ পয়েন্ট থেকে দাশটিলা গ্রামের দিকে যাচ্ছিল। রাজনগর উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের পার্শ্ববর্তী মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কের ময়নার দোকান এলাকায় যানবাহন দুটির মুখোমুখি সংঘর্ষ হয়।

মৌলভীবাজারে দুই অটোরিকশার সংঘর্ষে তিন জনের মৃত্যু হয়, আহত হন চার জন (ছবি: জেলা প্রতিনিধি)

ঘটনাস্থলেই সিএনজির চালক বাছিত মিয়ার ছেলে রাজু আহমদ (২০) নিহত হন। সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে যাওয়ার পথে অপর অটোরিকশার চালক কুদ্দুছ মিয়ার ছেলে শাহেল আহমদ (২২) মারা যান। মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়ার পর ফাহিম ওরফে নাঈম আহমদ (২০) নিহত হন।

আহতদের মধ্যে দাশটিলা গ্রামের আমজদ মিয়ার স্ত্রী সেনাই বেগম (৫০), তার দুই মেয়ে রিমা বেগম (১৫) ও পিমা বেগমের (১২) পরিচয় জানা গেছে। তাদের অবস্থা গুরুতর। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজনগর থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) আব্দুস ছালেক এই তথ্য নিশ্চিত করেন।

এর আগে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ সদর উপজেলার আলালপুর এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে সাত জন নিহত হন। ময়মনসিংহ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, শেরপুর থেকে ঢাকাগামী রিফাত পরিবহনের বাস ময়মনসিংহ সদরের আলালপুরে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই অটোরিকশাচালকসহ সাত জনের মৃত্যু হয়।

তিনি আরও জানান, বাসটি আটক করা গেলেও চালক পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে মরদেহ উদ্ধার করে। এ সময় প্রায় এক ঘণ্টা রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ময়মনসিংহে দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে (ছবি: জেলা প্রতিনিধি)

এদিকে শুক্রবার দুপুরে জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর চৌরাস্তা এলাকায় গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে দুই স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। তাদের নাম কাকন (১৫) ও সিনহাদ (১৪) ।

এলাকাবাসী জানায়, জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর কাচারিপাড়া গ্রামের সোহেল রানার ছেলে কাকন ও পিঙ্গলহাটি গ্রামের সুমন মিয়ার ছেলে সিনহাদ ক্রিকেট খেলে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিল। পথে শাহবাজপুর চৌরাস্তা এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে সজোরে ধাক্কা লেগে দুই জন গুরুতর আহত হয়। এলাকাবাসী তাদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহত কাকন শাহবাজপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ও সিনহাদ হাসিল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

জামালপুর থানা (ছবি: জেলা প্রতিনিধি)

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবির দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, তবে এ ব্যাপারে কেউ কোনও অভিযোগ করেনি। পরিবারের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মরহেদ হস্তান্তর করা হয়েছে।