নেত্রকোনার বারহাট্টায় দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একটির চালক মোফাজ্জল হোসেন (৪০) নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ওই গাড়ি দুটিতে থাকা নারীসহ ৭ জন যাত্রী।
নিহত মোফাজ্জল বারহাট্টা উপজেলার মহাজনপাড়া এলাকার জালাল উদ্দিনের ছেলে।
মঙ্গলবার (২০ মে) সকালে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এর আগে, গত সোমবার (১৯ মে) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে নেত্রকোনা-মোহনগঞ্জ আঞ্চলিক সড়কের বারহাট্টা উপজেলার স্বল্প দশাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার খবর পেয়ে বারহাট্টা থানা পুলিশ ও ফায়ার সার্ভিস লোকজন এলাকাবাসীর সহযোগিতায় দ্রুত আহতদের উদ্ধার করে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত ৭ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
আহতরা যাত্রীরা হলেন, বারহাট্টা উপজেলার নোয়াগাঁও গ্রামের হালিম মিয়া (৩৯), রূপা আক্তার (২২), একামণি ( ২০), আব্দুল হাকিম (৫৫), নার্গিস আক্তার (৩৫), নাসির মিয়া (২২) ও গুমুরিয়া গ্রামের বাদশা মিয়া।
পুলিশ ও আহতরা জানান, সিএনজিচালিত একটি অটোরিকশা যাত্রী নিয়ে নেত্রকোনা থেকে বারহাট্টার দিকে যাচ্ছিল এবং অপর যাত্রীবাহী অটোরিকশা বিপরীত দিক থেকে আসছিল। পথে স্বল্প দশাল এলাকায় গাড়ি দুটির মুখোমুখি সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে।