ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীদের সড়ক ব্লকেড কর্মসূচি চলছে। পর্যাপ্ত শিক্ষক ও দক্ষ টেকনিক্যাল স্টাফের অভাব, গবেষণায় অপর্যাপ্ত বাজেট, যথাসময়ে পরীক্ষা না হওয়া এবং দুর্বল প্রশাসনিক কাঠামো নিরসনসহ বিভিন্ন দাবিতে সড়ক ব্লকেড কর্মসূচি পালন করেছেন ওই কলেজের শিক্ষার্থীরা।
বুধবার (৯ জুলাই) সকালে রহমতপুর বাইপাসে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করেন তারা।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, প্রতিষ্ঠার পর থেকেই নানান সমস্যায় জর্জরিত ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ। সমস্যা নিরসনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, মহাপরিচালকের সঙ্গে আলোচনা হলেও প্রতিবার শিক্ষার্থীদের দাবি যৌক্তিক বলে এলেও বাস্তব কোনও পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। দাবি মেনে না নেওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। নাহলে আগামীতে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন। এ সময় সড়কে দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।