পাবনায় নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ১০

পাবনা৬ষ্ঠ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় পাবনা সদর উপজেলার হিমায়েতপুর ইউনিয়নে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৭ জনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাবনা সদর থানার ওসি আল হাসান জানায়, শনিবার অনুষ্ঠিত পাবনা সদর উপজেলার হিমায়েতপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হেলাল উদ্দিন পরাজিত হয়। রবিবার দুপুরে হেলাল উদ্দিন ও তার সমর্থকেরা পরাজয়ের কারণ হিসেবে আব্দুল রউফকে দায়ী করে মারধর করে। এ নিয়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পরে। সংঘর্ষে ৬ জন আহত হয়।
অপরদিকে একই ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে পরাজিত মেম্বার প্রার্থী বকুল সরদার ও আফজাল প্রামাণিকের সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের ৪ জন আহত হয়। পৃথক দুই ঘটনায় আহত ১০ জনের মধ্যে ৭ জনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: তনুর পূর্ণাঙ্গ ডিএনএ প্রতিবেদন মেডিক্যাল বোর্ডকে দেওয়ার নির্দেশ 

/এআর/এএইচ/