ইউএনও-র হস্তক্ষেপে বাল্যবিয়ে পণ্ড, মেয়ের বাবার কারাদণ্ড

নওগাঁনওগাঁ জেলার আত্রাইয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে শারমিন আক্তার (১৫) নামের এক কিশোরী। তবে মেয়েকে বাল্যবিয়ে দেওয়ার অপরাধে কারাদণ্ড ভোগ করতে হচ্ছে তার বাবাকে।
আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোখলেছুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, সোমবার দুপুরে উপজেলার রড় কালিকাপুর গ্রামের মো. ভুট্টুর বাড়িতে তার কিশোরী মেয়ে শারমিন আক্তারের (১৫) বিয়ের আয়োজন চলছিল পার্শ্ববর্তী ক্ষুদ্রকালিকাপুর গ্রামের মো. খাইরুল ইসলামের ছেলে মো. তাইজুল ইসলামের (৩০) সঙ্গে।
গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় পুলিশের সহযোগিতায় শারমিনদের বাড়ীতে হাজির হন মোখলেছুর রহমান এবং ওই বাল্যবিয়ের আয়োজন বন্ধ করেন। তিনি পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাল্যবিয়ের অপরাধে মেয়ের বাবা মো. ভুট্টুকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন বলেও জানা গেছে।
/এসএ/