লিপু হত্যার বিচার দাবিতে রাবিতে প্রদীপ প্রজ্বলন

14795876_546487315545342_903507778_oরাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মোতালেব হোসেন লিপুর হত্যা সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে প্রদীপ প্রজ্বালন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যায়ের শহীদ মিনার মুক্ত মঞ্চে এ কর্মসূচি পালন করা হয়। এসময় শিক্ষার্থীরা হাতে প্রদীপ নিয়ে শহীদ মিনার চত্বর প্রদক্ষিণ করে। পরে তারা মুক্তমঞ্চে গিয়ে সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ করেন।

সমাবেশে বক্তারা বলেন, ক্যাম্পাসে একের পর এক হত্যা হচ্ছে। কিন্তু আমরা এখনও কোনও হত্যার বিচার দেখতে পাইনি। বারবারই আমাদের বিচারের দীর্ঘসূত্রিতা দেখতে হয়। বিচার চাইতে চাইতে পরিবারের সব সদস্য মারা যায় কিন্তু তারপরেও বিচার দেখতে পায় না। এভাবে চলতে থাকলে আমাদের দেশে হত্যা বৈধতা পাবে তা নিশ্চিত।

সকল শ্রেণি-পেশার মানুষকে এসব হত্যার বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, ‘আমরা হাত-পা গুটিয়ে বসে থাকলে লাশের লাইন আরও দীর্ঘ হবে। তাই আমাদের আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে, যাতে হত্যাকারীরা সহস না পায় আর কোনও মায়ের বুক খালি করতে। এসময় বক্তরা বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ।

প্রসঙ্গত, ২০ অক্টোবর নবাব আব্দুল লতিফ হলের ডাইনিং-এর ড্রেন থেকে লিপুর লাশ উদ্ধার করা হয়। আলামত দেখে প্রাথমিকভাবে পুলিশ হত্যাকাণ্ড বলে ধারণা করে। ওইদিন লিপুর চাচা মো. বশীর বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় লিপুর রুমমেট মনিরুল ইসলামকে  গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে রাখা হয়েছে।

/এমডিপি/