রাবির কর্মচারীর বিরুদ্ধে ভর্তি পরীক্ষায় প্রতারণার অভিযোগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তি করিয়ে দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে এক কর্মচারীর বিরুদ্ধে। অভিযুক্ত আরিফুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অফিস সহায়ক। বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ‘আই’ ইউনিটের (চারুকলা অনুষদ) পরীক্ষা চলাকালে আরিফের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে ওই বিভাগের শিক্ষকরা ডেকে জিজ্ঞাসাবাদ করেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক মশিহুর রহমান জানান, বুধবার বিকেল ৩টার দিকে আরিফুল ইসলামের গতিবিধি সন্দেহজনক হওয়ায়  তাকে বিভাগের অফিসে ডাকেন শিক্ষকরা। সেখানে তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার মুঠোফোনে ভর্তি করিয়ে দেওয়ার বিষয় টাকা লেনদেনের তথ্য পাওয়া যায়। এছাড়া শাহীন নামের এক ভর্তিচ্ছু শিক্ষার্থী তাকে ফোন করে ভর্তিতে সহযোগিতার কথা বলে। এসময় শিক্ষকরা কৌশলে আরিফকে দিয়ে কথা বলিয়ে শাহীন নামের ওই ভর্তিচ্ছুকে বিভাগে আসতে বলেন। ভর্তিচ্ছু শাহীন বিভাগের সামনে আসলে তাকে ও আরিফকে প্রক্টরের কাছে তুলে দেওয়া হয়।  পরে প্রক্টর দফতরে প্রক্টরিয়ার বডির সদস্য, র‌্যাব ও পুলিশ সদস্যরা তাদের জিজ্ঞাসাবাদ করেন।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। পরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের মাধ্যমে অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া আরিফের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিভাগ থেকে প্রক্টর বরাবর চিঠি দেওয়া হয়েছে। প্রক্টর সেই চিঠি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর পাঠিয়েছে। রেজিস্ট্রার দফতর তদন্ত করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিবে।

/এমডিপি/