মিয়ানমারে গণহত্যার প্রতীকী প্রতিবাদ রাবিতে

মিয়ানমারে গণহত্যার প্রতীকী প্রতিবাদ রাবিতেমিয়ানমারে রোহিঙ্গাদের ওপর চলমান গণহত্যার বিরুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতীকী প্রতিবাদ ও মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি, কতটা নির্মমভাবে মানুষকে হত্যা করা হচ্ছে, মা-বোনদের ধর্ষণ করা হচ্ছে ও বাড়িঘরে অগ্নিসংযোগ করা হচ্ছে। আমরা দেখেছি, সেখানে কীভাবে মানবতার লঙ্ঘন হচ্ছে। মানবাধিকার সংগঠনগুলো আজ কোথায়?’

এসময় বক্তারা রোহিঙ্গা ইস্যুতে সুচির বিতর্কিত ভূমিকার সমালোচনা করে তার নোবেল পুরস্কার ফিরিয়ে নেওয়ার দাবি জানান।         এছাড়া অতি দ্রুত রোহিঙ্গাদের নিরাপত্তার দাবিতে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর হস্তক্ষেপ কামনা করেন তারা।

মানববন্ধনে দর্শন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আব্দুল আজিজের সঞ্চালনায় বক্তব্য দেন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আব্দুর রহমান সিদ্দিকী, ইসলামিক স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহফুজ, একই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আলতাফ, অর্থনীতি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ইমরুল শেখ ইমু, পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী কামরুজ্জামান প্রমুখ।

আরও পড়ুন- 


দলের সমর্থন পেতে জেলা আ. লীগ নেতাদের দৌড়ঝাঁপ

/এফএস/