শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে: স্বাস্থ্যমন্ত্রী

সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে, এর কোনও বিকল্প নেই, বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। সোমবার স্বাস্থ্যমন্ত্রীর নিজের নির্বাচনী এলাকা কাজীপুরে শহীদ এম মনসুর আলীর জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশ ও দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ উপলক্ষে আয়োজিত সমাবেশে মন্ত্রী এসব কথা বলেন।

কম্বল বিতরণ অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রীবিএনপিকে আগামী নির্বাচন পর্যন্ত ধৈর্য ধরার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘২০১৯ সালে নির্ধারিত সময়ে দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে জনগণ যে দলকে ভোট দেবে তারাই পরবর্তীতে সরকার গঠন করবে।’

শহীদ এম মনসুর আলীর রাজনৈতিক কর্মকাণ্ড এবং মানুষের প্রতি অকৃত্রিম ভালবাসার কথা উল্লেখ করে নাসিম বলেন, ‘আমার পিতা সাধারণ মানুষের মতো জীবনযাপন করতেন। গ্রামের সাধারণ মানুষের খোঁজখবর নিতেন। মনসুর আলী জীবন দিয়ে প্রমাণ করেছেন যে তিনি মোস্তাকের মতো বেঈমান নন।’

শহীদ এম মনসুর আলীর জন্মশতবার্ষিকীতে তার নির্বাচনী এলাকায় দিনভর নানা কর্মসূচি পালন করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগ অফিস চত্বরে শহীদ এম মনসুর আলী কল্যাণ ট্রাষ্ট্রের বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কল্যাণ ট্রাস্ট্রের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী। সোনামুখী বাজারে শহীদ এম মনসুর আলী স্মৃতি সংসদের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি উজ্জল কুমার ভৌমিক। এছাড়াও সিভিল সার্জন ডা. শেখ মো. মনজুর রহমান, শহীদ মনসুর আলী সরকারি মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ শামীম আহমেদ, উপজেলা চেয়ারম্যান মোজাম্মল হক সরকার ও উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম এসব অনুষ্ঠানে বক্তব্য দেন।

/এমও/