আত্রাইয়ে জেএমবি সদস্য গ্রেফতার

নওগাঁনওগাঁর আত্রাইয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) তালিকাভুক্ত সদস্য এবং হত্যাসহ একাধিক মামলার পলাতক আসামি আইচান আব্দুল্লাহকে (৪৩) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আহসানগঞ্জ রেল স্টেশন সংলগ্ন ভরতেঁতুলিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আইচান আব্দুল্লাহ উপজেলার নওদুলী গ্রামের মৃত- হাফিজুল ইসলামের ছেলে।

আত্রাই থানার ওসি বদরুদ্দোজা জানান, ‘২০০৪ সালে জেএমবির উত্থান হয় জেলার আত্রাই ও রানীনগর এলাকায়। সেসময় বাংলাভাই ও সর্বহারা নিধনের নামে হত্যাযজ্ঞ, মারপিট, লুটতরাজ, ভাঙচুরে মেতে উঠে জেএমবির সদস্যরা। এসব কর্মকাণ্ডে আইচান আব্দুল্লাহ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। দীর্ঘদিন ধরে আইচান আব্দুল্লাহ পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে থানায় হত্যা মামলাসহ দুটি মামলা রয়েছে।’

/এফএস/ 

আরও পড়ুন- 


এমপি লিটন হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তল ডা. কাদেরের বাড়ি থেকে উদ্ধার