১০ টাকার চাল গুদামে মজুদের দায়ে ১৫ দিনের কারাদণ্ড

ভ্রাম্যমাণ আদালতবগুড়ার শিবগঞ্জে হতদরিদ্রদের মাঝে বিতরণের জন্য ১০ টাকা কেজি দরের চাল মজুদ করার দায়ে জিহাদুল ইসলামের ডিলারশিপ বাতিল করা হয়েছে। এ সময় জব্দ করা হয়েছে ৩৫ বস্তা চাল।গুদামজাত করার দায়ে গুদামের ম্যানেজার কোহিনুর ইসলামকে ১৫ দিনের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে ভ্রাম্যমাণ আদালত গুদামের ম্যানেজারকে কারাদণ্ডের আদেশ দেন।  শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্মকর্তা গোলাম মোহাম্মদ শাহনেওয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, গত শুক্রবার শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নে হত দরিদ্রের মাঝে ১০ টাকা কেজির চাল বিক্রি করা হয়। ডিলার জিহাদুল ইসলাম ৩৫ বস্তা চাল বিক্রি না করে গোপনে দাড়িদহ বন্দরে মেসার্স সরদার ট্রেডার্সের সিমেন্টের গুদামে মজুদ করেন। মঙ্গলবার সন্ধ্যার দিকে খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুশান্ত কুমার মাহাতো ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দেওয়ান আতিকুর রহমান পুলিশ নিয়ে ওই গুদামে অভিযান চালান। ডিলার জিহাদুল ইসলাম পালিয়ে যান। এ সময় গুদাম থেকে ৩৫ বস্তা চাল জব্দ করাসহ ও ম্যানেজার কোহিনুরকে গ্রেফতার করা হয়। পরে আদালত তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

ইউপি চেয়ারম্যান এসএম রূপম বলেন, ‘আটককৃত চালের বিষয়ে তার কিছু জানা নেই।

এদিকে বুধবার বিকালে উপজেলা পরিষদে এক জরুরি সভায় নির্বাহী কর্মকর্তা গোলাম মোহাম্মদ শাহনেওয়াজ ৩৫ বস্তা চাল বিক্রি না করে গোপনে মজুদ করায় ডিলার জিহাদুল ইসলামের ডিলারশিপ বাতিল করেন। এ প্রসঙ্গে নির্বাহী কর্মকর্তা ‘জব্দ করা চালগুলো গুদামে রাখা হয়েছে।’

/এমএনএইচ/