রাজশাহীতে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন

আইন-আদালতরাজশাহীর পবা উপজেলার খোলাবোনায় ব্র্যাক ব্যাংকের প্রহরী আব্দুল্লাহ আল মামুন হত্যায় তিনজনের বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত। এরমধ্যে দুইজনের যাবজ্জীবন ও একজনের ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। সোমবার দুপুরে রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শিরীন কবিতা আখতার এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক বাবু বলেন, পবা উপজেলার বেলুয়া খোলাবোনা গ্রামের আব্দুল রহিমের ছেলে আজাদ, আব্দুল বারির ছেলে কাবিল হোসেনকে যাবজ্জীবন ও ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়াও অন্য আসামি নজরুল ইসলামের ছেলে সাজ্জাদ হোসেনকে ১০ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও চার মাসের সাজা দেন বিচারক।

তিনি আরও  জানান, এ মামলায় অপর পাঁচ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। এরা হলেন, সাজাপ্রাপ্ত সাজ্জাদের ভাই শহিদুল ইসলাম, শরিফুল ইসলাম, তাদের বাবা নজরুল ইসলাম, সাজাপ্রাপ্ত আজাদের বাবা আব্দুর রহিম ও সাজাপ্রাপ্ত কাবিলের ভাই আতাউল হক।

মামলার বরাদ দিয়ে অ্যাডভোকেট এন্তাজুল হক বাবু জানান, ২০১৩ সালের ১৬ অক্টোবর ঈদ-উল-আজহার দিন পবার খোলাবোনা গ্রামে মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলীর ছেলে আব্দুল্লাহ আল মামুনকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ওয়াজেদ আলী বাদী হয়ে পরদিন ১৭ অক্টোবর পবা থানায় ৮ জনকে আসামি করে হত্যা মামলা করেন। নিহত মামুন ব্র্যাক ব্যাংকের প্রহরী ছিলেন। ঈদের ছুটিতে তিনি বাড়ি গিয়েছিলেন। জমিজমা নিয়ে বিরোধের জের ধরে তাকে পিটিয়ে হত্যা করা হয়।

এ মামলার বাদী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট হামিদুল হক। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট একরামুল হক ও বজলে তৌহিদ আল হাসান বাবলা।

/বিএল/