শিবনগরে জঙ্গি আস্তানার আশপাশে ১৪৪ ধারা প্রত্যাহার

শিবনগরের জঙ্গি আস্তানায় অভিযানচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের শিবনগরের জঙ্গি আস্তানার আশপাশের এলাকায় জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করে নিয়েছে স্থানীয় প্রশাসন। শিবগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, প্রয়োজনে ওই জঙ্গি আস্তানাটিতে আরও তদন্ত হতে পারে। সে কারণে এখনও বাড়িটি ঘিরে রেখেছে স্থানীয় পুলিশ।
উল্লেখ্য, জঙ্গি আস্তানা সন্দেহে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিবনগর এলাকার ওই বাড়িটি বুধবার (২৬ এপ্রিল) ঘিরে রাখে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা। ওইদিন বিকালে ঢাকা থেকে সোয়াট টিম পৌঁছানোর পর শুরু হয় অভিযান। পরদিন বৃহস্পতিবার (২৭ এপ্রিল) অভিযান চলাকালে সন্ধ্যায় আত্মঘাতী হয় আবু ও আব্দুল্লাহসহ চার জঙ্গি।
এছাড়া, বৃহস্পতিবার বিকালে ওই আস্তানা থেকে উদ্ধার করা হয় আবুর স্ত্রী সুমাইয়া ও মেয়ে সাজিদাকে। সুমাইয়া তিন মাসের অন্তসঃত্ত্বা। তারা দু’জনেই রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি আছে। পুলিশ সূত্রে জানা গেছে, সুমাইয়ার পায়ে গুলি লেগেছিল। পরে অস্ত্রোপচারের মাধ্যমে তা অপসারণ করা হয়।
/টিআর/এমও/