উগ্রবাদ ও সাম্প্রদায়িকতা বিনাশে রবীন্দ্রচর্চার বিকল্প নেই: রাষ্ট্রপতি

নওগাঁর পতিসরে কাচারি বাড়িতে বিশ্বকবির ১৫৬ তম জন্মজয়ন্তীতে রাষ্ট্রপতি (ছবি ফোকাস বাংলা)রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ বলেছেন, ‘আজ  যখন সারাবিশ্বে উগ্রবাদ ও সাম্প্রদায়িকতা মাথা চাড়া দিয়ে উঠেছে তখন রবীন্দ্রচর্চা আরও বেশি প্রাসঙ্গিক হয়ে পড়েছে। রবীন্দ্রনাথ বাঙালিদের মাঝে অসাম্প্রদায়িকতার বীজ বপন করেছিলেন।’

আজ  সোমবার বিকালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬ তম জন্মজয়ন্তী উপলক্ষে নওগাঁর পতিসরে রবীন্দ্র কাচারি বাড়ির দেবেন্দ্র মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন রাষ্ট্রপতি।

তিনি বলেন, ‘রবীন্দ্রনাথ নিজে যেমন মানবতাবাদী ও অসাম্প্রদায়িক চেতনার মানুষ ছিলেন তেমনি মানুষকেও অসাম্প্রদায়িকতা ও মানবতাবাদী হতে শিক্ষা দিয়েছেন।’

তরুণ প্রজন্মকে উদ্দেশ্য করে রাষ্ট্রপতি বলেন, ‘রবীন্দ্রনাথের বিশালতা ও তার সৃষ্টির অপূর্ব মাধুর্যতাকে অন্তরাত্মা দিয়ে উপলব্ধি করতে হলে রবীন্দ্রচর্চার বিকল্প নেই। জগত সংসারকে গভীরভাবে জানতে তরুণ প্রজন্ম রবীন্দ্র সাহিত্যে অবগাহন করবে, রবীন্দ্রচর্চায় নিভৃত থাকবে, যা কেবল আচার সর্বস্ব নয়, জীবনব্যাপী হবে।’

তিনি আরও বলেন, রবীন্দ্রনাথ সুবিধাবঞ্চিত বাঙালির প্রতি বিশ্বাস স্থাপন করেছিলেন। তাদের কল্যাণ সাধনে ও সুশিক্ষিত করে তোলার জন্য লেখালেখির পাশাপাশি সমাজকর্মী ও সমাজ সংস্কারক হিসেবে কাজ করে গেছেন। তিনি সংকীর্ণ জাতীয়তাবাদ নয়,  বাঙালিকে বিশ্ববাদে দীক্ষা দিতে চেয়েছিলেন। দরিদ্র প্রজাদের ভাগ্যোন্নয়নের জন্য তিনি কৃষি ব্যাংক, সমবায় ব্যাংক, সমবায়নীতি ও কল্যানবৃত্তি চালু করেছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। এ সময় পাট ও বস্ত্রমন্ত্রী ইমাজ উদ্দিন প্রামাণিক, নওগাঁ-৬ আসনের এমপি ইসরাফিল আলম, অধ্যাপক হায়াত মাহমুদ ও সংস্কৃতি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ইব্রাহিম হোসেন খান বক্তব্য রাখেন। সবশেষে দর্শক সারিতে বসে সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন রাষ্ট্রপতি।

/বিএল/