ধর্ষণ বাড়ার প্রধান কারণ বিচারহীনতা: এরশাদ

 

হুসেইন মুহম্মদ এরশাদজাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘প্রতিদিন খবরের কাগজ খুললেই দেখি ধর্ষণ। আমাদের সময় এমন হতো না। আমরা নারীদের সম্মান করতাম। এখন এ অবস্থার সৃষ্টির কারণ বিচারহীনতা। অপরাধীরা জানে, ধর্ষণ করলে বিচার হবে না।’

সোমবার (২২ মে) বিকাল জাতীয় পার্টির (জাপা) রাজশাহী মহানগর শাখার দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এরশাদ বলেন, ‘আগামী নির্বাচনে ক্ষমতায় যাওয়ার জন্য জাতীয় পার্টি এখন প্রস্তুত। আমরা এখন ৩০০ আসনে প্রার্থী দেওয়ার জন্য চেষ্টা করছি। মানুষের ভালোবাসা আছে, সরকারও গঠন করবে জাতীয় পার্টি।’

তিনি আরও বলেন, ‘অনেক নির্যাতন করা হয়েছে আমাদেরকে। নিঃশেষ করে দেওয়ার চেষ্টা হয়েছে। অনেক ঝড় গেছে। কিন্তু এখনও কর্মী আমাদের ছেড়ে যায়নি। আমরা বেঁচে আছি।’

রাজশাহীর উন্নয়নে জাতীয় পার্টির অবদান আছে উল্লেখ করে এইচ এম এরশাদ বলেন, ‘রাজশাহীর সব উপজেলা আমি করেছি। এখন মানুষ সুফল ভোগ করছে। আজ এয়ারপোর্টে নামলাম। এই এয়ারপোর্টও আমার করা। এখনও নাম লেখা আছে। কেউ মোছে নাই। চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ ছিল না, আমি বিদ্যুৎ দিয়েছি। রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম, মহিলা ক্রীড়া কমপ্লেক্স করা হয়েছে। উত্তরবঙ্গের মানুষের জন্য যমুনা সেতু তৈরি করা হয়েছে। এ অবদান জাতীয় পার্টির।’

এরশাদ বলেন, ‘কিছুদিন আগে বিএনপি ভিশন দিয়েছে। অথচ আমরা ভিশন দিয়েছি অনেক আগে। আমরা বলেছি-প্রাদেশিক সরকার ব্যবস্থা চালু করতে হবে। নির্বাচন পদ্ধতির পরিবর্তন করতে হবে। যেভাবেই নির্বাচন করেন না কেন, প্রত্যেকটা নির্বাচন বিতর্কিত। উপজেলা চেয়ারম্যানদের হাতে সব ক্ষমতা দিতে হবে।’

রাজশাহী নগরীর তেরখাদিয়া বিভাগীয় স্টেডিয়াম সংলগ্ন এলাকায় মহানগর আহ্বায়ক শাহাবুদ্দিন বাচ্চুর সভাপতিত্বে সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ, মুজিবুর রহমান সেন্টুসহ আরও অনেকে।

/এআর/টিএন/