এইচএসসি’র উত্তরপত্র উদ্ধারের ঘটনায় তদন্ত কমিটি

উদ্ধার করা উত্তরপত্ররাজশাহী বিশ্ববিদ্যালয়ের মন্নুজান হল থেকে সদ্য শেষ হওয়া এইচএসসি পরীক্ষার ১০০ কপি উত্তরপত্র উদ্ধারের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

মঙ্গলবার দুপুরে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নিয়ন্ত্রক অধ্যাপক তরুণ কুমার সরকার বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।  

অধ্যাপক তরুণ কুমার সরকার বলেন, ‘রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক হাবিবুর রহমানকে প্রধান করে আজ দুপুরে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত গঠন করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।’

এর আগে সোমবার বিকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মন্নুজান হলের গণরুম থেকে ইসলামের ইতিহাস বিষয়ের ১০০ কপি উত্তরপত্র উদ্ধার করা হয়। এ উত্তরপত্রগুলো মূল্যায়নের দায়িত্ব দেওয়া ছিল রাজশাহীর নিউ গভর্মেন্ট ডিগ্রি কলেজের শিক্ষক আবুল কালামের ওপর।

সূত্র জানায়, শিক্ষক আবুল কালাম ওই উত্তরপত্রগুলো মূল্যায়নের জন্য শাহ মখদুম কলেজের শিক্ষক ও এমপ্রি থ্রি কোচিং-এর রাবি শাখার পরিচালক মাসুদুল হাসানকে দেন। মাসুদুল আবার সেগুলো রাবির বাংলা বিভাগের এক শিক্ষার্থীকে দেন। এরপর ওই শিক্ষার্থী তার সহপাঠীকে সেগুলো মূল্যায়নের জন্য দেয়। আর  ওই সহপাঠী মন্নুজান হলের গণরুমে থাকতো।

তবে রাবির প্রক্টর অধ্যাপক মুজিবুল হক আজাদ খান দাবি করেন, নির্দিষ্ট কোনও ছাত্রীর কাছ থেকে সেগুলো উদ্ধার করা হয়নি। গণরুমে থাকা একটি ব্যাগ থেকে সেগুলো উদ্ধার করা হয়।

/বিএল/

এ সংক্রান্ত আগের খবর:

এবার এইচএসসির একশ’ উত্তরপত্র মিললো রাবির হলে

এইচএসসি’র উত্তরপত্র উদ্ধারের ঘটনায় দুই শিক্ষককে তলব