ক্ষেতলাল পৌরসভা নির্বাচনে মেয়র পদে আ.লীগ প্রার্থী বিজয়ী

বিজয়ী মেয়র আওয়ামী লীগ প্রার্থী সিরাজুল ইসলাম বুলু জয়পুরহাটের ক্ষেতলাল পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সিরাজুল ইসলাম বুলু ৮ হাজার ৬৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি’র বিদ্রোহী প্রার্থী নবীউল ইসলাম চৌধুরী পেয়েছেন ৪ হাজার ৯৫৫ ভোট। জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মোশারফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ক্ষেতলাল পৌরসভা নির্বাচনে মেয়র পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন আওয়ামী লীগ মনোনীত সিরাজুল ইসলাম বুলু,বিএনপি মনোনীত খুরশিদ আলম চৌধুরী ও বিএনপি’র বিদ্রোহী নবীউল ইসলাম চৌধুরী। পৌরসভায় মোট ভোটার ১৫ হাজার ১৫০ জন।  

উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে মঙ্গলবার সকাল থেকে এ ভোট অনুষ্ঠিত হয়। শুরু থেকেই প্রতিটি ভোট কেন্দ্রে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা। যার ফলে কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে সকাল থেকে দীর্ঘ লাইনে প্রতিটি কেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে মোট ভোট পড়েছে ৯০.৪৪ শতাংশ। মোট ৯টি কেন্দ্রে সকাল ৮টায় শুরু হয়ে একটানা বিকাল ৪টা পর্যন্ত চলে এ ভোটগ্রহণ। সাধারণ কাউন্সিলর পদে ২৬ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন এ নির্বাচনে।

বিএনপি প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

নির্বাচনে মেয়র পদে বিএনপি মনোনীত প্রার্থী খুরশিদ আলম চৌধুরী মোট ৬৩০ ভোট পেয়েছেন। নির্বাচনে ১৫ হাজার ১৩০ ভোটের মধ্যে বৈধ ভোট সংখ্যা ১৪ হাজার ২৭৬ ভোট। সে অনুযায়ী বিএনপি প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে বলে রিটার্নিং কর্মকর্তা মোশারফ হোসেন জানিয়েছেন।

/বিএল/