কামারখন্দে বসতঘরে ৩৩টি গোখরা সাপের বাচ্চা

Sirajganj photo on Cobra-23-07-17সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার আলোকদিয়ার গ্রামে বসতঘর থেকে উদ্ধার করা হলো ৩৩টি গোখরা সাপের বাচ্চা। রবিবার (২৩ জুলাই) দুপুরে উপজেলার জামতৈল ইউনিয়নের আলোকদিয়াড় গ্রামে পশ্চিমপাড়ায় সাইফুল ইসলামের বসতঘরে গোখরার বাচ্চাগুলোকে খুঁজে পেয়ে এলাকাবাসী মেরে ফেললেন।

গৃহকর্তা সাইফুল ইসলাম ও তার নাতি সিরাজুল ইসলাম জানান, রবিবার সকালে তার ছেলের বউ তাদের বসতঘর ঝাড়ু দিচ্ছিলেন। একপর্যায়ে সে ঘরের কিনারে ফ্রিজের নিচে গর্ত থেকে একটি সাপের বাচ্চা বের হতে দেখে চিৎকার শুরু করে। এ সময় আমি লাঠি নিয়ে এসে ওই বাচ্চা সাপটি মারি। পরবর্তীতে গর্ত থেকে এক এক করে আরও সাপের বাচ্চা বের হতে থাকে। এ সময় আমাদের চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে আসে। সবাই মিলে টানা ২ ঘণ্টায় ৩৩টি সাপের বাচ্চা মেরে ফেলা হয়। বাচ্চাগুলো মারা পড়লেও মা সাপটি আগেই পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে সাপ আতঙ্ক সৃষ্টি হয়েছে। এ বিষয়ে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাসুদেব সিনহা বলেন, বিষয়টি থানা পর্যায়ে কেউ খবর দেয়নি। স্থানীয় ও জেলার ক’জন গণমাধ্যমকর্মীদের কাছে খবর পাওয়ার পর আমি নিজেই সেখানে যাচ্ছি।

/বিএল/