ফেসবুকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অশ্লীল মন্তব্যের অভিযোগে শিক্ষক আটক

 প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে অশ্লীল মন্তব্য করায় আটক আবুল কালাম আজাদ

ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করায় আবুল কালাম আজাদ (৩৫) নামে এক শিক্ষককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠিয়েছে। আদমদীঘি থানা পুলিশ গত বুধবার বিকালে তাকে গ্রেফতার করেছিল। বিষয়টি নিশ্চিত করেছেন আদমদীঘি থানার ওসি শওকত কবির।

জানা গেছে, আদমদীঘি উপজেলার হলুদঘর গ্রামের শহিদুল ইসলামের ছেলে আবুল কালাম আজাদ স্থানীয় সুদিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। বুধবার সকাল থেকে তার ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে অশ্লীল মন্তব্য করতে দেখা যায়। পরে কুরুচিপূর্ণ মন্তব্যটি ছড়িয়ে পড়লে জনগণের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। শিক্ষক আজাদ বিষয়টি আচ করতে পেরে তার আইডি থেকে ওই মন্তব্য মুছে ফেলেন। বিকালে তিনি থানায় এসে তার আইডি হ্যাক করে ওই অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য পোস্ট করা হয়েছে বলে দাবি করেন। এ ব্যাপারে জিডি করতে চান। পুলিশ কর্মকর্তাদের সন্দেহ হলে তাকে আটক করে।

আদমদীঘি থানার ওসি শওকত কবির জানান, ফেসবুকে ওই শিক্ষক নিজে প্রধানমন্ত্রীর উদ্দেশে অশ্লীল মন্তব্য করেছেন, নাকি অন্য কেউ তার আইডি হ্যাক করেছে তা নিশ্চিত হতে বিশেষজ্ঞের কাছে যাওয়া হবে। ওই রিপোর্টের ভিত্তিতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আপাতত শিক্ষক আজাদকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

/জেবি/
আরও পড়তে পারেন: সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে ৯৬ জন আটক