নওগাঁ সদরের সঙ্গে আত্রাই উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন

naogaon-bgটানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলের পানিতে নওগাঁর সদরের সঙ্গে আত্রাই উপজেলার যোগাযোগের একমাত্র পাকা সড়কটি ভেঙে গেছে। এতে করে নওগাঁর সঙ্গে আত্রাইয়ের যোগাযোগ পুরোপুরিভাবে বন্ধ হয়ে পড়েছে। সোমবার (১৪ আগস্ট) বিকাল ৪টার দিকে উপজেলার ঘোষপাড়া এলাকায় রাস্তা ভেঙে যায়।
এদিকে রাস্তা ভেঙে এলাকার প্রায় ৮টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে ওই এলাকার প্রায় ১২ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।
নওগাঁ জেলা প্রশাক ড. আমিনুর রহমান সোমবার বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।
/এআর/