এবার পদত্যাগ চাইলেন রাবি ছাত্র উপদেষ্টা

রাবি ছাত্র উপদেষ্টা অধ্যাপক মিজানুর রহমান রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর ও জনসংযোগ প্রশাসকের পর এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্র উপদেষ্টা পদ থেকে সরে দাঁড়ালেন অধ্যাপক মিজানুর রহমান। বুধবার (১৬ আগস্ট) বেলা সাড়ে ১০টার দিকে রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারীর কাছে তিনি পদত্যাগপত্র দিয়েছেন।

ছাত্র উপদেষ্টা অধ্যাপক মিজানুর রহমান বলেন, ‘ব্যক্তিগত কারণ দেখিয়ে অব্যাহতি চেয়েছি। এখনও উপাচার্য সেটা গ্রহণ করেননি।’

প্রসঙ্গত, গত ৭ মে উপাচার্য হিসেবে অধ্যাপক আব্দুস সোবহান নিয়োগ পাওয়ার পরদিন ৮ মে পদত্যাগপত্র দেন রেজিস্ট্রার অধ্যাপক এন্তাজুল হক। এরপর ১৪ জুন দুর্নীতির অভিযোগে গ্রন্থাগার প্রশাসক অধ্যাপক সফিকুন্নবী সামাদীকে অপসারণ করা হয়। পরে ৩ আগস্ট পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আসাবুল হক পদত্যাগ করেন। সর্বশেষ ৬ আগস্ট পদত্যাগ করেন প্রক্টর অধ্যাপক মজিবুল হক আজাদ খান।

/বিএল/

আরও পড়ুন:

চট্টগ্রামে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে দেওয়া পুষ্পস্তবকে আগুন