১২৮ বস্তা চাল পাচারের সময় দুই জন আটক

21074274_1285769838199039_645716699_n

নওগাঁর আত্রাইয়ে ১২৮ বস্তা ত্রাণের চাল পাচারকালে চালসহ দুই জনকে আটক করেছে পুলিশ। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে ট্রলিতে করে চালগুলো পাচারের সময় আত্রাই রেলওয়ের বাইপাস (দক্ষিণ) থেকে তাকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, আত্রাই উপজেলার সদুপুর গ্রামের ফেরদৌসের ছেলে পিন্টু (৩৫) ও হেলপার মোনাক্কার ছেলে বিপ্লব (১৮)।

জানা যায়, বুধবার উপজেলার ভোঁপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয় সংলগ্ন কাশিয়াবাড়ি বাজার থেকে ত্রাণের ১২৮ বস্তা (প্রতিটিতে ৩০ কেজি করে) চাল নিয়ে একটি ট্রলি আত্রাইয়ের দিকে আসছিল। এ সংবাদ পেয়ে আত্রাই থানার এসআই ফিরোজ মিয়া ও এএসআই এনায়েত ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চাল ও ট্রলিসহ তাদের আটক করে।

আত্রাই থানার ওসি বদরুদ্দোজা বলেন, ‘চালের গায়ে তো লেখা নেই কিসের চাল, তবে ত্রাণের চাল মনে করেই আমরা আটক করেছি। তদন্ত করলেই বেড়িয়ে আসবে কিসের চাল, কোথায় যাচ্ছিল।’

উপজেলা নির্বাহী অফিসার মোখলেছুর রহমান বলেন, ‘ এগুলো ত্রাণের নয় ভিজিডি’র চাল। বুধবার ভোঁপাড়া ইউনিয়ন থেকে গ্রহিতারা চালগুলো নিয়ে বিক্রি করে দিয়েছে। যেহেতু সরকারি চাল ক্রয়-বিক্রি নিষিদ্ধ তাই এটি আটক করা হয়েছে।

এ ব্যাপারে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান জান বক্সের মোবাইল ফোনে একাধিকবার (০১৭৩৩-৮৬৮১৫৩) ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

আরও পড়তে পারেন: দিনাজপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জন নিহত, একজন আহত