বগুড়ায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর তিন লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

বগুড়াবগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারের বশিপুর বাইপাস এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে আসলাম আলী (৪১) নামে এক আলু ব্যবসায়ীর ৩ লাখ ৩০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। রবিবার (১৭ সেপ্টেম্বর) বিকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আসলাম থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। তবে মামলা করে কোনও লাভ হবে না বলে জানান তিনি।

আদমদীঘি থানার ওসি শওকত কবীর জানান, ঘটনাস্থলের একটি দোকানের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছিল। কিন্তু ঘটনার সময় বৃষ্টি থাকায় কিছু বোঝা যাচ্ছে না।

আসলাম আলী জানান, তিনি সান্তাহার হাউজিং কলোনির একটি ভাড়া বাসায় থেকে আলুর ব্যবসা করেন। তিনি রবিবার বিকালে ইসলামী ব্যাংক সান্তাহার শাখা থেকে ২ লাখ ২০ হাজার টাকা উত্তোলন করেন। তার কাছে আগেই ১ লাখ ১০ হাজার টাকা ছিল। আলু কেনার জন্য তিনি ম্যানেজার ইদ্রিস আলীকে সঙ্গে নিয়ে ইজিবাইকে বশিপুর বাইপাস সড়কের পাশে বিএইচ কোল্ড স্টোরেজে যাচ্ছিলেন। বিকাল সাড়ে ৩টায় স্টোরেজের কাছে বশিপুর মোড়ে পৌঁছালে একটি সাদা প্রাইভেট কার তাদের পথরোধ করে। ডিবি পুলিশের পোশাক পরে রিভলবার, পিস্তল, হ্যান্ডকাপ ও লাঠি হাতে ৫ জন তাদের দু’জনকে প্রথমে গালিগালাজ করে। পরে নিজেদের ডিবি পুলিশের লোক দাবি করে জোড় করে তাদের প্রাইভেট কারে তোলার চেষ্টা করে। ধস্তাধস্তির একপর্যায়ে দুর্বৃত্তরা আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে তার কাছে থাকা ৩ লাখ ৩০ হাজার টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে নওগাঁর দিকে পালিয়ে যায়।

ব্যবসায়ী আসলাম আলী আরও জানান, প্রায় এক বছর আগেও তিনি ছিনতাইকারীদের খপ্পরে পড়ে টাকা খুইয়েছেন। নতুন করে টাকা হারিয়ে আদমদীঘি থানায় সাধারণ ডায়েরি করেছেন। এ টাকা পাবার আশা না থাকা ও হয়রানির আশঙ্কায় তিনি মামলা করবেন না।

আদমদীঘি থানার ওসি শওকত কবীর বাংলা ট্রিবিউনকে জানান, সোমবার সকালে ব্যবসায়ী আসলাম তাকে মোবাইল ফোনে ডিবি পুলিশ পরিচয়ে টাকা ছিনতাইয়ের কথা জানিয়েছেন। তাৎক্ষণিকভাবে এক সাব-ইন্সপেক্টরকে নওগাঁ জেলা সীমান্তের কাছে ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। তিনি ওই এলাকার একটি দোকানের সিসি ফুটেজ সংগ্রহ করেন। কিন্তু ঘটনার সময় বৃষ্টি থাকায় ফুটেজে কিছু বোঝা যাচ্ছে না। এরপরও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী থানায় অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।