পিকনিকে নিয়ে বন্ধুকে খুন, লাশ মিললো নদীতে

সিরাজগঞ্জনিখোঁজের দুই দিন পর সিরাজগঞ্জের বেলকুচির বিশ্বাসবাড়ি গ্রামের হুড়াসাগর নদী থেকে এক যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মনতোষ কুমার সরকার (২৮)। বুধবার (২০ সেপ্টেম্বর) ভোরে নদীর কচুরিপানার নিচ থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত মনতোষ কুমার সরকার বেলকুচি উপজেলার ভাঙ্গবাড়ি ইউনিয়নের খাস সোনামূখী গ্রামের কাঠমিস্ত্রি মঙ্গল চন্দ্র সরকারের ছেলে। তিনি সিরাজগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র ছিলেন।

ওসি সাজ্জাদ হোসেন জানান, সোমবার (১৮ সেপ্টেম্বর) প্রতিবেশী ও বন্ধু একই গ্রামের সজুন সরকার এবং পাশ্ববর্তী বলরামপুর গ্রামের শিপন সরকারসহ বেশ কয়েকজন পিকনিকের কথা বলে মনতোষকে বেলকুচির বিশ্বাসবাড়ি গ্রামে হুড়াসাগড় নদীর পাশে একটি নির্জন চরে নিয়ে যায়। সেখানে রাতে তারা সবাই মিলে মদ পান করে। এরপর মনতোষকে সেখানে আটকে রেখে তার চাচাতো ভাই কৃষ্ণ সরকারের কাছে ২ লাখ টাকা দাবি করা হয়। পরদিন সকালে মুক্তিপণের টাকা নিয়ে গিয়েও মনতোষকে ফেরত পাওয়া যায়নি। মঙ্গলবার দুপুরে মনতোষের চাচাতো ভাই অচিন্ত সরকার ছোট ভাই অপহরণ ও নিখোঁজের বিষয়ে বেলকুচি থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ রাতে সুজন ও শিপনকে আটক করে। এরপর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার ভোরে মনতোষের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ।

লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন ওসি সাজ্জাদ হোসেন।