সিরাজগঞ্জে ১২০ কেজি মা ইলিশ জব্দ, ১২ জেলের কারাদণ্ড

সিরাজগঞ্জে ১২০ কেজি মা ইলিশ জব্দ (ছবি: প্রতিনিধি)সিরাজগঞ্জের এনায়েতপুরের স্থল ও সদিয়া চাঁদপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় যমুনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার দায়ে ১২ জেলেকে আটক করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসময় ১২০ কেজি মা ইলিশ ও ২৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।

সোমবার রাতে আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও সাদেকুর রহমান। এসময় উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম শফি উপস্থিত ছিলেন।উদ্ধার করা কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয় (ছবি: প্রতিনিধি)

আটককৃতরা হলেন- গোসাইবাড়ির হাসান (২২), বোয়ারকান্দির আমিনুল (২১) ও রেজাউল (২৬), চাঁনপুরের মোহাম্মদ (২৮) ও আব্দুল খালেক (২৬), রুপনাইয়ের শেখ শাদি (২৫) ও পলান (২৭), কাতুলীর আলতাব (২২),  কোদালিয়ার আমান (২৫), স্থলের মোহাম্মদ (৩২), ইয়াকুব (২২) ও কাসেম (৩৫)। আটককৃতদের সাত দিন করে কারাদণ্ড দেওয়া হয়।

এদিকে জব্দকৃত ১২০ কেজি মা ইলিশ স্থানীয় দুটি এতিমখানায় বিতরণ করা হয়। এছাড়া অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়।

আরও পড়ুন- কর্মকর্তারা পান উপহার, টাকার বিনিময়ে মেলে ইলিশ শিকারের অনুমতি!