রাবি শিক্ষককে মারধরের ঘটনায় এক শিক্ষার্থী স্থায়ী বহিস্কার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ইন্টার্নশিপ পেপারে স্বাক্ষর নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ব্যবসায় প্রশাসন ইন্সটিটিউটের (আইবিএ) অধ্যাপক হাছানাত আলীকে মারধরের ঘটনায় এক শিক্ষার্থীকে স্থায়ী বহিস্কার করা হয়েছে। বুধবার (৬ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বহিস্কৃত আবু নাহিদ মোহাম্মদ হায়দার আইবিএ’র এমবিএ (দিবা) ৯ম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। একই সঙ্গে অধ্যাপক হাছানাত আলীকেও শিক্ষার্থীদের সঙ্গে সদব্যবহার ও দায়িত্ব যথাযথভাবে পালনের বিষয়ে নির্দেশনা দিয়ে চিঠি ইস্যু করার সিদ্ধান্ত নেওয়া হয়।

গত ২৫ সেপ্টেম্বর ইন্টার্নশিপ পেপারে স্বাক্ষর করানো নিয়ে অধ্যাপক মোহা. হাছানাত আলীকে মারধর করা হয়েছে বলে ওই শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ ওঠে।