বিজয় দিবসে রাজশাহী কলেজ শিক্ষার্থীদের মানব মানচিত্র

বিজয় দিবসে রাজশাহী কলেজ শিক্ষার্থীদের মানব মানচিত্রমহান বিজয় দিবস উপলক্ষে মানব মানচিত্র তৈরি করেছে রাজশাহী কলেজের শিক্ষার্থীরা। শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায়  রাজশাহী কলেজ কর্তৃক আয়োজিত বিজয় দিবসের অনুষ্ঠানে রাজশাহী কলেজ মাঠে মানব মানচিত্রের প্রদর্শনী করে তারা।এতে অংশ নেন কলেজের প্রায় দেড় হাজার শিক্ষার্থী।

বিজয় দিবসে রাজশাহী কলেজ শিক্ষার্থীদের মানব মানচিত্ররাজশাহী কলেজের কয়েকজন শিক্ষার্থী জানান,তারা গত ১০-১৫ মানব মানচিত্র তৈরির প্রস্তুতি নিয়েছে। এর আগে তারা  মানব শহীদ মিনার ও মানব পতাকা করেছিল।এবার তারা  মানব মানচিত্র তৈরি করেছে।

রাজশাহী কলেজের অধ্যক্ষ মো.হবিবুর রহমান বলেন, ‘রাজশাহী কলেজ মাঠে মানব মানচিত্রের প্রদর্শনী করেছে শিক্ষার্থীরা। এটা সৃজনশীলতার প্রতীক। তারা নতুন কিছু করে দেখানোর চেষ্টা করেছে। এর আগেও শিক্ষার্থীরা বিভিন্ন জাতীয় উৎসবে মানব শহীদ মিনার, মানব জাতীয় পতাকা তৈরি করেছে। এ ব্যাপারে আমরাও তাদেরকে উৎসাহিত করেছি।’

বিজয় দিবসে রাজশাহী কলেজ শিক্ষার্থীদের মানব মানচিত্রঅধ্যক্ষ জানান, মানব মানচিত্রের প্রদর্শনী ছাড়াও মহান বিজয়  দিবস উপলক্ষে কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।