ট্রেনে কাটা পড়ে দুই পা হারালেন ঢাবি ছাত্র

 ঢাবি ছাত্র শফিকুল ইসলাম শান্ত (২২)

সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে দুই পা হারিয়েছেন শফিকুল ইসলাম শান্ত (২২) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্র। সোমবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে শহীদ এম মনসুর আলী স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। শান্ত সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের বড় চাকলি গ্রামের শাহজাহান আলী মাস্টারের ছেলে এবং ঢাবির গণিত বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।

সিরাজগঞ্জ রেলওয়ে জিআরপি থানার উপ-পরিদর্শক জাকির হোসেন জানান, সকালে সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনটি শহীদ এম মনসুর আলী স্টেশন থেকে ছেড়ে দেওয়ার সময় উঠার চেষ্টা করেন শান্ত। এসময় তিনি পা পিছলে ট্রেন থেকে পড়ে যান এবং তার দুই পা ট্রেনের নিচে কাটা পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। যাওয়ার পথে টাঙ্গাইলের যানজটে আটক পড়লে তাকে বিশেষ ব্যবস্থায় হেলিকপ্টারে করে ঢাকায় নেওয়া হয়।

সিরাজগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. মো. আকরামুজ্জামান জানান, বিষয়টি খুবই মর্মান্তিক। আহত ছাত্রটিকে সকাল সোয়া ৮টার দিকে হাসপাতালে আনা হয়। চিকিৎসকরা তার অবস্থা দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার্ড করেছেন।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সুলতান আহম্মেদ বলেন, ‘দ্রুত উপযুক্ত চিকিৎসা পেলে আগামীতে কৃত্রিম পা সংযোজন করে সে চলাচল করতে পারবে।’

আরও পড়ুন: ইজিবাইক চালক হত্যা মামলায় বাবা-ছেলেসহ সাত জনের কারাদণ্ড