পরীক্ষার্থীদের উত্ত্যক্ত করার অভিযোগে কলেজ ছাত্রের কারাদণ্ড

ভ্রাম্যমাণ আদালত

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় পরীক্ষা কেন্দ্রে  ঢুকে ছাত্রীদেরে উত্ত্যক্ত করার অভিযোগে আফজাল শরীফকে (১৮) ১০ মাস ১০ দিন বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

আফজাল দুর্গাপুর উপজেলার ভবানিপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে। সে দুর্গাপুরের বখতিয়ারপুর ডিগ্রি কলেজের একাদশ প্রথম বর্ষে ছাত্র।

শনিবার সকালে দুর্গাপুরের বখতিয়ারপুর উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে গিয়ে এসএসসি পরীক্ষার্থী ছাত্রীদের উত্ত্যক্ত করার সময় তাকে আটক করা হয়।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আলম জানান, ভ্রাম্যমাণ আদালত সাজা দেওয়ার পর আফজাল শরীফকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরপর শনিবার দুপুরেই পুলিশ তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছে।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দুর্গাপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সমর কুমার পাল জানান, ১৪৪ ধারা ভেঙে আফজাল পরীক্ষা কেন্দ্রের ভেতরে ঢুকে ছাত্রীদের উত্ত্যক্ত করছিল। এ সময় দায়িত্বরত পুলিশ তাকে আটক করে। পরে বিষয়টি তাকে জানানো হয়। এরপর সেখানে গিয়ে তিনি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আফজালকে জিজ্ঞাসা করা করেন তুমি মায়ের গর্ভে কতদিন ছিলে। তখন সে উত্তর দেয় ১০ মাস ১০ দিন ছিলাম। পরে তিনি তাকে ১০ মাস ১০ দিন কারাদণ্ড দেন।

সমর কুমার পাল আরও বলেন, যিনি মেয়েদের উত্ত্যক্ত করেন, তার মনে থাকে না যে তিনিও এক সময় নারীর গর্ভে ছিলেন। এটি মনে করিয়ে দিতেই আফজালকে ১০ মাস ১০ দিন কারাদণ্ড দেওয়া হয়েছে। এই দণ্ডের কথা মনে পড়লে তার এটিও মনে পড়বে যে সেও নারীর গর্ভে ছিল। এতে তার অনুশোচনা হবে। তাহলে ভবিষ্যতে সে আর কোনও নারীকে উত্ত্যক্ত করবে না।

আরও পড়ুন: বিএনপি একটি দুর্নীতিগ্রস্ত দল: হানিফ