চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় তিন জনের যাবজ্জীবন

দণ্ডপ্রাপ্ত তিন আসামিচাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় তিন জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (১২ মার্চ) দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় দেন। 

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শিয়ালমারা গ্রামের মাহেদুল ইসলাম (২৫), একই গ্রামের জ্যান্টু (৩০) ও ইয়াসিন আলী (২৪)। রায় ঘোষণার সময় তারা উপস্থিত ছিলেন।   

মামলার বিবরণে জানা গেছে, ২০১৩ সালের ৩ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টার সময় সোনামসজিদের পানামা পোর্টের ৫ নম্বর গেটের পাশে ওই তিন জনের কাছ থেকে ৮৫ বোতল কোডিনযুক্ত ফেনসিডিল জব্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল।

এ ঘটনায় শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ পরিদর্শক মাহবুবুর রহমান বাদী হয়ে একটি মামলা করেন। পরে ২০১৩ সালের ২৫ অক্টোবর আলাদতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও পরিদর্শক লুৎফর রহমান।

সাক্ষ্য প্রমাণাদি শেষে সোমবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও  তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

সরকারি পক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি আঞ্জুমান আরা এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু।