নওগাঁয় পৃথক দুর্ঘটনায় পাঁচ জন নিহত

নওগাঁ


 নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায়  ৫ জনের মৃত্যু হয়েছে।  রবিবার (১৫ এপ্রিল) দুপুরে সড়ক দুর্ঘটনায় পোরশা উপজেলায় ৪ জন এবং সকালে পত্নীতলা উপজেলায় ১ জনের মৃত্যু হয়েছে।

রবিবার (১৫ এপ্রিল) দুপুরে নওগাঁর পোরশা উপজেলার কুসরপাড়ায় বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছে। নিহতদের মধ্যে তিন জনের নাম পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, উপজেলার কসনা গ্রামের মোসলেমের ছেলে আশরাফুল ইসলাম (৪২), একই গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে আব্দুল সালাম (৫০) এবং বোরা গ্রামের রানার স্ত্রী হিরা বেগম (৬০)। 

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম  বলেন, রবিবার বেলা ১২টার দিকে পোরশা উপজেলার সারাইগাছী থেকে একটি যাত্রীবাহী ইজিবাইক কসনা গ্রামে যাচ্ছিল। উপজেলার সরাইগাছী-পোরশা সড়কের কুসরপাড়ায় পৌঁছালে একটি যাত্রীবাহী বাস পেছন থেকে ধাক্কা দিলে ইজিবাইকটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। এ ঘটনায় ইজিবাইকে থাকা আরও ৫ জন আহত হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর আরও দুই জনের মৃত্যু হয়। 

ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সেখানে দুই জনের মৃত্যু হয়েছে।

 
অন্যদিকে সকাল সাড়ে ৮টায় জেলার পত্নীতলা উপজেলার নজিপুর বাজার এলাকায় মাছ বোঝায় একটি ট্রাকের ধাক্কায় রমজান আলী (৫০) নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়।  
 
 

আরও পড়ুন: কুষ্টিয়ায় ট্রেনের ধাক্কায় দুই স্কুল ছাত্রের মৃত্যু