বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

রাজশাহীবগুড়ার ধুনট উপজেলার কাশিয়াহাট পশ্চিমপাড়ায় রবিবার রাতে ও শাজাহানপুর উপজেলায় মাঝিড়া মাছের আড়তের সামনে সোমবার সকালে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছে। নিহতরা হলো ধুনটের কাশিয়াহাটা পশ্চিমপাড়া গ্রামের মিলন সরকারের মেয়ে মিলি আকতার (৩) ও শাজাহানপুরের মাঝিড়ায় বসবাসকারী গাইবান্ধার সুন্দরগঞ্জের ফেরিওয়ালা হায়দার আলী (৫০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার রাতে শিশু মিলি আকতার বাড়ির সামনে রাস্তা পার হয়ে প্রতিবেশীর বাড়িতে যাওয়ার চেষ্টা করছিল। এ সময় একটি অটোভ্যান তাকে ধাক্কা ও চাকায় পিস্ট করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। ধুনট থানার এসআই খোকন কুন্ডু সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

অন্যদিকে ফেরিওয়ালা হায়দার আলী সোমবার সকালে শাজাহানপুরের মাঝিড়া মাছের আড়তের সামনে বগুড়া-ঢাকা মহাসড়ক পার হওয়ার চেষ্টা করছিলেন। এ সময় ঢাকা
থেকে ছেড়ে আসা বগুড়াগামী অজ্ঞাত একটি কোচ তাকে পিস্ট করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শাজাহানপুর থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক বাস শনাক্ত করা সম্ভব হয়নি। দুটি দুর্ঘটনার ব্যাপারে থানাগুলোতে অস্বাভাবিক পৃথক মামলা হয়েছে।