রাসিকে ১৮৭ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনরাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে অংশ নিতে বৃহস্পতিবার আরও ২৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদের মধ্যে ২৬ জন সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর এবং তিনজন সংরক্ষিত নারী ওয়ার্ডের কাউন্সিলর পদের প্রার্থী। রাজশাহী জেলা নির্বাচন কর্মকর্তা আতিয়ার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এই নির্বাচন কর্মকর্তা জানান, গত ১৩ জুন থেকে মনোয়নপত্র বিতরণ শুরুর পর এখন পর্যন্ত মোট ১৪০ জন কাউন্সিলর ও ৪৭ জন সংরক্ষিত নারী ওয়ার্ডের কাউন্সিলর পদের প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে বৃহস্পতিবার পর্যন্ত কোনও মেয়র প্রার্থী মনোনয়নপত্র তোলেননি।

আতিয়ার রহমান আরও জানান, আগামী ২৮ জুন পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা দেওয়া যাবে। ছুটির দিনসহ প্রতিদিনই সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হচ্ছে। আগামী ৩০ জুলাই ভোট গ্রহণের জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

রাসিক নির্বাচনে ১৪ দলীয় জোটের প্রার্থী আওয়ামী লীগের নেতা এএইচএম খায়রুজ্জামান লিটন বুধবার ঢাকায় তার দলীয় মনোনয়ন ফরম তুলে জমাও দিয়েছেন। বিএনপি নেতা ও বর্তমান মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলও দলীয় মনোনয়ন বৃহস্পতিবার জমা দিয়েছেন। তবে তারা কেউই নির্বাচন কমিশনের মনোনয়নপত্র এখনও নেননি।

রাজশাহীতে মেয়র পদে প্রথম ভোট হয়েছিল ১৯৯৪ সালে। সেবার জিতেছিলেন বিএনপি নেতা মিজানুর রহমান মিনু। ২০০২ সালের দ্বিতীয় নির্বাচনেও জয় পান তিনি। ২০০৮ সালে মিনু কারাগারে থাকায় ভোটে দাঁড়াননি। বিএনপি প্রার্থী করে সে সময়ের যুবদল নেতা বুলবুলকে। তত্ত্বাবধায়ক সরকারের আমলের ওই নির্বাচনে জিতেন আওয়ামী লীগের প্রার্থী লিটন। তবে ২০১৩ সালের নির্বাচনে তিনি বুলবুলের কাছে পরাজিত হন।

এবার রাসিকে মোট ওয়ার্ডের সংখ্যা ৩০টি। এছাড়া ১০টি সংরক্ষিত নারী ওয়ার্ডে ভোট হচ্ছে। মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৮ হাজার ১৩৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৬ হাজার ৮৫ জন এবং নারী ভোটার ১ লাখ ৬২ হাজার ৫৩ জন। ভোটকেন্দ্রের সংখ্যা ১৩৭টি।