ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

মামলাঈদের আগে দুস্থদের মাঝে বিতণের জন্য দেওয়া ভিজিএফের ৯ মেট্রিক টন চাল আত্মসাতের অভিযোগে বগুড়ার সারিয়াকান্দিতে কামালপুর ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান হেদাইদুল ইসলামের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার (২০ জুন) বিকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সারওয়ার আলম সারিয়াকান্দি থানায় মামলা করেছেন।

মামলার এজাহার থেকে জানা গেছে, ঈদুল ফিতর উপলক্ষে সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তার ত্রাণ শাখা থেকে দুস্থ ও অতি দরিদ্রের মাঝে বিনামূল্যে বিতরণের জন্য কামালপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগ সভাপতি হেদাইদুল ইসলামের অনুকূলে ১৪.৪৪০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। ১০ কেজি করে ১ হাজার ৪৪৪ জনের মাঝে এ চাল বিতরণের কথা ছিল। চেয়ারম্যান ১১ জুন চাল উত্তোলন করেন। ১৫ জুন হাওড়াখালি এলাকায় কামালপুর ইউনিয়নের অস্থায়ী কার্যালয় থেকে চাল বিতরণের দিন ছিল। তিনি ওইদিন ৫৪০ জনের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করেন। অবশিষ্ট ৯০৪ জনের মাঝে ৯.০৪০ টন চাল বিতরণ করেননি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সারওয়ার আলম জানান, গত কয়েকদিন উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতর থেকে চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু গা ঢাকা দেওয়ায় তাকে পাওয়া যায়নি। পরে বুধবার বিকালে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

সারিয়াকান্দি থানার ওসি সিরাজুল ইসলাম জানান, মামলা রেকর্ড হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দুস্থদের চাল আত্মসাৎ করায় জনগণের মাঝে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

অভিযুক্ত চেয়ারম্যানের ফোন বন্ধ রয়েছে। এছাড়া তিনি বাড়ি বা অফিসে যাচ্ছেন না। তাই তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।